চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার ২৫ আগস্ট সোমবার বিকেলে ভোলাহাট পাবলিক ক্লাব মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তালুকদার। সভাপতিত্ব করেন ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মনিরুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সুলতান আলী, উপজেলা প্রকৌশলী মোঃ আহরাম আলী, উপজেলা সমাজ সেবা অফিসার নাসিম উদ্দিন, বিএমডিএ ভোলাহাট জোনের সহকারী প্রকৌশলী মোঃ লোকমান হাকিম, দলদলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাঃ মোজাম্মেল হক চুটু, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কামাল উদ্দিন, আম ফাউন্ডেশন ভোলাহাটের সদস্য সচিব মুনসুর আলী সহ উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে দলদলী ইউনিয়ন পরিষদ ফুটবল দল-২ এবং ভোলাহাট সদর ইউনিয়ন পরিষদ ফুটবল দল-১। খেলায় ১-০ গোলে ভোলাহাট সদর ইউনিয়ন পরিষদ ফুটবল-১ দল বিজয়ী হয়।
টুর্নামেন্টটি দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে। টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে খেলাধুলার বিকাশ ও যুবসমাজকে মাদক থেকে দূরে রাখার আহ্বান জানান অতিথিরা। মোট ৮টি দলের অংশগ্রহণে টুর্নামেন্টের পরবর্তী খেলাগুলো অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। আগামি মাসের ৩ সেপ্টেম্বর টুর্নামেন্টের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বি.এম রুবেল আহমেদ/আ.আ
মন্তব্য করুন: