[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২০শে চৈত্র ১৪৩১
thecitybank.com

মেসির বিদায়বেলায় নেইমারের আবেগী বার্তা

চাঁপাই জার্নাল ডেস্ক

প্রকাশিত:
৫ জুন ২০২৩, ০৫:৩৪

ছবি: সংগৃহীত

জাতীয় দলে তারা চিরপ্রতিদ্বন্দ্বী। ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ হলে তো মেসি-নেইমারকে নিয়ে রীতিমত যুদ্ধ লেগে যায় সমর্থকদের। তবে মাঠের বাইরে মেসি-নেইমারের মধ্যে সম্পর্কটা ঘনিষ্ঠ বন্ধুর, কখনও কখনও ভাইয়ের মতো।

গুঞ্জন আছে, নেইমারের কথায় প্রভাবিত হয়েই ২০২১ সালে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে এসেছিলেন মেসি। সেই মেসি যখন পিএসজি ছাড়ছেন, নেইমারের কষ্ট লাগারই কথা। লাগছেও। সামাজিক যোগাযোগমাধ্যমে রোববার এক আবেগঘন বার্তা দিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার।

মেসিকে ভাই সম্বোধন করে নেইমার ফেসবুকে লিখেছেন, 'ভাই আমার..আমরা যেমনটা ভেবেছিলাম তেমনটা হয়নি। কিন্তু আমরা চেষ্টা করেছি। তোমার সঙ্গে আরও ২ বছর কাটাতে পারাটা দারুণ ছিল। শুভকামনা তোমার নতুন মঞ্চে, ভালো থেকো। আমি তোমাকে ভালোবাসি।'

এর আগে বার্সেলোনাতেও একসঙ্গে খেলেছেন মেসি-নেইমার। জানা গেছে, চলতি মৌসুম শেষে পিএসজি ছাড়তে পারেন নেইমারও।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর