[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১
thecitybank.com

নারী ফুটবলে পৃষ্ঠপোষকতা করতে আগ্রহী বিকাশ

চাঁপাই জার্নাল ডেস্ক

প্রকাশিত:
১ জুন ২০২৩, ০৫:০০

ছবি: সংগৃহীত

বাংলাদেশ নারী ফুটবল দলে পৃষ্ঠপোষকতা করতে আগ্রহী মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশ। আজ দুপুরে বাফুফে ভবনে বিকাশের কর্মকর্তারা এসেছিলেন। নারী দলের আবাসিক ক্যাম্প, জিম ও বাফুফে টার্ফ পরিদর্শন করেছেন তারা। 

বিকাশের কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাৎ নিয়ে মিডিয়ায় কিছু বলেননি বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ও নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। তবে বাফুফে সহ-সভাপতি আতাউর রহমান ভূইয়া মানিক বলেন,‘ বিকাশ নারী ফুটবল নিয়ে কাজ করতে আগ্রহী। তাদের প্রস্তাবনার ভিত্তিতে প্রাথমিক আলোচনা হয়েছে’। 

বিকাশ নারী ফুটবল নিয়ে আগ্রহী থাকলেও বাফুফের ভাবনায় এলিট অ্যাকাডেমি, ‘নারী ফুটবলে ঢাকা ব্যাংক রয়েছে। আমরা তাদের সাথে বাফুফের এলিট একাডেমী নিয়েও আলোচনা করেছি’। ঢাকা ব্যাংক, বসুন্ধরা গ্রুপে থাকলেও নারী ফুটবলারদের বেতন ভাতা বকেয়ার কথা শোনা যায় প্রায়ই। সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর নারী ফুটবল নিয়ে মার্কের্টিং ও ব্র্যান্ডিংয়ের অনেক সুযোগ থাকলেও বাফুফে সেটি করতে পারেনি।

৩ জুলাই বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার গোলরক্ষক মার্টিনেজ ঢাকায় আসতে পারেন। মার্টিনেজের বাংলাদেশের সফর নিয়ে কলকাতার এজেন্টরা বাংলাদেশি কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করছে। এদের মধ্যে অন্যতম বিকাশও।

আজ বাফুফের সঙ্গে আলোচনায় মার্টিনেজ প্রসঙ্গও এসেছিল সংক্ষিপ্তভাবে। মার্টিনেজ ব্যক্তিগত সফরে এবং বাণিজ্যিক কোম্পানির মাধ্যমে আসলে বাফুফের সেখানে তেমন সম্পৃক্ততা নেই। এরপরও সহ-সভাপতি আতাউর রহমান ভূইয়া মানিক বলেন,‘ মার্টিনেজ বাংলাদেশে আসলে কোনো সহায়তা বা ট্যাকনিক্যাল কিছু প্রয়োজন হলে বাফুফে সহায়তা করবে’।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর