নবীজি (স.)-এর জীবনের শেষ দিনগুলো ছিল ইবাদত-বন্দেগি ও আল্লাহর স্মরণে পরিপূর্ণ। এই সময়ে তিনি একটি বিশেষ দোয়া বারবার পড়তেন, যা থেকে উম্মত শিখতে পারে যে, জীবনের শেষ প্রান্তে কীভাবে আল্লাহর কাছে ক্ষমা ও ফিরে আসার আকুতি জানাতে হয়। আয়েশা (রা.)-এর সূত্রে বর্ণিত এই হাদিসটি মুসলিম উম্মাহর জন্য এক অনন্য দিকনির্দেশনা।
আয়েশা (রা.) বলেন, রাসুলুল্লাহ (স.) ইন্তেকালের পূর্বে প্রায়ই নিচের দোয়াটি পাঠ করতেন।
দোয়া: سُبْحَانَكَ وَبِحَمْدِكَ أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ
উচ্চারণ: সুবহানাকা ওয়া বিহামদিকা আসতাগফিরুকা ওয়াতুবু ইলাইকা
অর্থ: আপনি পবিত্র, সকল প্রশংসা আপনার জন্যই। আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং আপনার দিকেই ফিরে আসছি। (সহিহ মুসলিম: ৯৭০)
এই দোয়াটি আল্লাহর প্রতি গভীর বিনয়ের সঙ্গে ক্ষমা প্রার্থনা, তাঁর মহিমা ঘোষণা এবং প্রত্যাবর্তনের সম্পূর্ণ স্বীকৃতির সমন্বয়। নবীজি (স.)-এর এমন আচরণ উম্মতকে শিক্ষা দেয়- জীবন যতই পবিত্র হোক, আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা ও তাওবার কোনো বিকল্প নেই।
নবীজি (স.)-এর জীবনের শেষ সময়ের এই আমল প্রতিটি মুসলমানের জন্য একটি অনুসরণীয় দৃষ্টান্ত। এটি স্মরণ করিয়ে দেয়- জীবনের প্রতিটি মুহূর্ত, বিশেষত শেষ সময়গুলো, আল্লাহর সন্তুষ্টি ও ক্ষমা লাভের জন্য নিয়োজিত রাখা জরুরি। তাঁর শিক্ষা আমাদের শেখায়: বান্দা যতই নেককার হোক, তাওবা ও ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর কাছে ফিরে যাওয়াই হলো প্রকৃত প্রস্তুতি। আল্লাহ আমাদের নবীজির সুন্নাহ মোতাবেক জীবন গড়ার ও শেষ সময়ে ইস্তেগফারের তাওফিক দান করুন। আমিন।
ডেস্ক/ই.ই
মন্তব্য করুন: