[email protected] ঢাকা | মঙ্গলবার, ২৩শে ডিসেম্বর ২০২৫, ৯ই পৌষ ১৪৩২
thecitybank.com

দারিয়াপুর নিউ সান সাইন সংঘের আয়োজনে কোরআন প্রতিযোগিতা

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
১৩ নভেম্বার ২০২৫, ১৭:৩৬

ছবি: সংগ্রহীত

মহান বিজয় দিবস-২৫ উপলক্ষে দারিয়াপুর নিউ সান সাইন সংঘের উদ্যোগে কোরআন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

আয়োজকদের সূত্র থেকে জানা যায়, কোরআন প্রতিযোগিতায় ক ও খ গ্রুপে প্রতিযোগিরা অংশগ্রহন করতে পারবেন। ক গ্রুপে প্রতিযোগিতা করতে পারবে ৬ থেকে ১৫ বছরের শিশু কিশোররা। এই গ্রুপে প্রতিযোগীদের সুরা আত ত্বীন অথবা সুরা আল মাউন পাঠ করতে হবে এবং ১ম থেকে ৫ম স্থান অধিকারীরা পাবেন আকষর্নীয় পুরুস্কার। অপরদিকে খ গ্রুপে অংশগ্রহন করতে পারবে ১৬ থেকে তার উপরের ছাত্ররা। তাদেরকে সুরা আদ-দোহা অথবা সুরা আল যিলযাল পাঠ করতে হবে এবং ১ম স্থান অধিকারী পাবেন ১টি বাই-সাইকেল, ২য় স্থান অধিকারী পাবেন ১টি গ্যাসের চুলা ও ৩য় স্থান অধিকারী পাবেন ১টি রাইস কুকার।

প্রতিযোগিতায় শুধুমাত্র ছাত্ররা অংশগ্রহন করতে পারবেন এবং এই বছরের ডিসেম্বর মাসের ১২ তারিখে প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে।

এছাড়াও কুরআন প্রতিযোগিতায় অনুদান পাঠাতে পারেন দানশীল ব্যাক্তিবর্গ। অনুদান পাঠাতে হবে ০১৭২৪-৪৬১০৬৩ (বিকাশ ও নগদ) নম্বরে।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর