আল্লাহর ওপর বিশ্বাস ও আস্থা ইসলাম ধর্মের মূল ভিত্তি। মুসলমানদের ধর্মীয় জীবন পরিচালিত হয় ছয়টি মূল বিশ্বাসের ওপর, যা ইসলামের ভিত্তি বা ‘পিলার অব ফেইথ’ হিসেবে পরিচিত।
প্রথম হলো আল্লাহর ওপর বিশ্বাস। মুসলমানরা মনেপ্রাণে বিশ্বাস করেন আল্লাহ একমাত্র সৃষ্টিকর্তা। এ বিশ্বাসই ইসলামের অন্যতম প্রধান স্তম্ভ।
দ্বিতীয়টি হলো ফেরেশতাদের প্রতি বিশ্বাস। মুসলমানরা মনে করেন, আল্লাহ মানুষকে পথ দেখাতে ও বিভিন্ন দায়িত্ব পালন করতে ফেরেশতাদের প্রেরণ করেছেন।
তৃতীয় স্তম্ভ হলো আল্লাহ কর্তৃক অবতীর্ণ আসমানী গ্রন্থসমূহে বিশ্বাস। মুসলমানরা কোরআনকে সর্বশেষ ও চূড়ান্ত প্রেরিত গ্রন্থ হিসেবে মানেন, যা মানবজাতির জন্য আল্লাহর পথনির্দেশনা বহন করে।
চতুর্থ স্তম্ভ হলো নবী ও রাসূলদের প্রতি বিশ্বাস। মুসলমানরা বিশ্বাস করেন, আল্লাহ মানবজাতিকে সত্যপথে পরিচালনার জন্য নবী প্রেরণ করেছেন।
পঞ্চম স্তম্ভ হলো কিয়ামতের দিনে বিশ্বাস। মুসলমানরা মনে করেন, প্রতিটি মানুষ তার কর্মের বিচারে আল্লাহর সামনে দায়ী হবে এবং সৎকর্মের পুরস্কার বা পাপের শাস্তি পাবে।
ষষ্ঠ বিষয় হলো ভাগ্যের ওপর বিশ্বাস। মুসলমানরা বিশ্বাস করেন, ভাগ্যের ভালোমন্দ সব কিছু আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত।
ডেস্ক/ই.ই
মন্তব্য করুন: