[email protected] ঢাকা | রবিবার, ১৯শে অক্টোবর ২০২৫, ৪ঠা কার্তিক ১৪৩২
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে ডিসি ও এসপি

উপজেলা সংবাদাতা:

প্রকাশিত:
৩০ সেপ্টেম্বার ২০২৫, ২৩:০৩

পূজা মন্ডপ পরিদর্শনে ডিসি আব্দুস সামাদ ও এসপি রেজাউল করিম। ছবি: চাঁপাই জার্নাল

চাঁপাইনবাবগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ ও পুলিশ সুপার মোঃ রেজাউল করিম।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে চাঁপাইনবাবগঞ্জ শহরের উপকন্ঠ বারঘরিয়া বাইশপুতুল সার্বজনীন দূর্গা মন্দির, জেলা শহরের চরজোতপ্রতাপ দুর্গামাতা ঠাকুরানী মন্দির, চরজোতপ্রতাপ শিবতলা শিব মন্দির, সুরেন্দ্রনাথ সিংহের ছোট ঠাকুরবাড়ি মন্দির, প্রতাপচন্দ্র দাস মন্দিরসহ অন্যান্য (৩-এর পাতায় দেখুন) মন্দির ও মন্ডপ পরিদর্শন করেন এবং আগত ভক্তদের উদ্যোশ্যে জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

এসময় জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ বলেন, সম্প্রীতির দেশ বাংলাদেশ, পারস্পরিক সম্পর্ক বজায় রেখে পূজা উদযাপিত হচ্ছে। উৎসব মূখর পরিবেশে এ উৎসব উদযাপনে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন আপনাদের পাশে রয়েছে। পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বলেন, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকলে মিলে উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীরা দুর্গোৎসব পালন করছে এবং প্রতিটি পূজামন্ডপে সার্বক্ষনিক মনিটরিং করছে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ অন্যান্য সংস্থা।

এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, জেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি ডাবলু কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জী, সদর মডেল থানার ওসি মোঃ মতিউর রহমান, চরজোতপ্রতাপ দুর্গামাতা ঠাকুরানী মন্দির কমিটির সভাপতি বাসুদেব নন্দী প্রমুখ।

এ ছাড়া পৌর এলাকার মন্দির ও অন্যান্য পূজা মন্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

রাব্বি/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর