[email protected] ঢাকা | শুক্রবার, ২৯শে আগস্ট ২০২৫, ১৪ই ভাদ্র ১৪৩২
thecitybank.com

ঈদে মিলাদুন্নবীর ছুটির তারিখ পরিবর্তন

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২৮ আগষ্ট ২০২৫, ২০:৩৬

ছবি: সংগ্রহীত

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটির তারিখ পরিবর্তন করেছে সরকার। বৃহস্পতিবার (২৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, এবার ঈদে মিলাদুন্নবী (সা.) আগামী ৬ সেপ্টেম্বর (শনিবার) পালিত হবে।

এর আগে ৫ সেপ্টেম্বর (শুক্রবার) ছুটি নির্ধারণ করা হয়েছিল। তবে চলতি বছর ২৬ আগস্ট থেকে রবিউল আউয়াল মাস শুরু হওয়ায় নতুন তারিখ অনুযায়ী ছুটি একদিন পিছিয়ে ৬ সেপ্টেম্বর করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, দিবসটিতে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট, ডাকসেবা, হাসপাতাল, চিকিৎসাসেবা, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনসহ জরুরি পরিষেবার আওতাভুক্ত প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্মীরা এ ছুটির বাইরে থাকবেন।

এ ছাড়া জরুরি দায়িত্বে নিয়োজিত প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রেও এ ছুটি প্রযোজ্য হবে না। ব্যাংক খোলা থাকবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ব্যাংক। আদালতের ক্ষেত্রে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন সুপ্রিম কোর্ট।

ডেস্ক/ই.ই


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর