[email protected] ঢাকা | শুক্রবার, ২৯শে আগস্ট ২০২৫, ১৪ই ভাদ্র ১৪৩২
thecitybank.com

রাতে যে সূরা তিলাওয়াত না করে ঘুমাতেন না মহানবী (সা.)

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১১ জুলাই ২০২৫, ১৩:৫৪

প্রতিকী ছবি

সূরা মুলুক পবিত্র কোরআনের একটি ফজিলতপূর্ণ সূরা। এই সূরা পাঠের অনেক ফজিলত রয়েছে। হাদিসে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি প্রতি রাতে সূরা মূলক পাঠ করবে সে যাহান্নাম থেকে মুক্তি পাবে।

হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি রাতে সূরা মূলক পাঠ করবে, আল্লাহ তাকে কবরের আজাব থেকে বাঁচাবেন। (মুসনাদে আহমদ, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাযাহ)

হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি সূরা মূলক শিখে এবং নিজের স্ত্রী-সন্তানদের শেখাবে, এটা কবরের আজাব থেকে রক্ষা করবে এবং কেয়ামতের দিন এই সূরা পাঠকারির পক্ষে কথা বলে তাকে মুক্ত করবে (তিরমিজি, মুসতাদরাকে হাকেম)

মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্বের সাথে সূরা মুলক তিলাওয়াত করতেন। এমনকি রাতে সূরা মুলক এবং সূরা সাজদাহ তিলাওয়াত না করা পর্যন্ত ঘুমাতেন না। জাবের রা. বলেন :

كَانَ النّبِيّ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ لَا يَنَامُ حَتّى يَقْرَأَ بِتَنْزِيلُ السّجْدَةِ، وَبِتَبَارَكَ

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা সাজদাহ ও সূরা মুলক তিলাওয়াত না করা পর্যন্ত ঘুমাতেন না।

(জামে তিরমিজি, হাদিস : ৩৪০৪; মুসনাদে আহমাদ, হাদিস : ১৪৬৫৯)

ডেস্ক/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর