[email protected] ঢাকা | সোমবার, ৩১শে মার্চ ২০২৫, ১৭ই চৈত্র ১৪৩১
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জে গীতা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
২৪ জুন ২০২৩, ০৪:০০

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে জেলাপর্যায়ে শ্রীমদ্ভগবদগীতা প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ শে জুন) সকালে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে স্থানীয় শ্রীশ্রী রামসীতা মন্দিরে এইসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।


জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সাংবাদিক ডাবলু কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু।

বিশেষ অতিথি ছিলেন, উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল শ্যামকিশোর দাস গোস্বামী, মন্দিরভিত্তিক গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের প্রকল্প সহকারী মিলন কুমার দাস, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী দিলীপ রায়, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জী।


অন্যদের মধ্যে বক্তব্য দেন, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার সাধারণ সম্পাদক শ্রী সমিত চট্টোপধ্যায়, নারী নেত্রী ছবি রানী সাহা, পূজা উদ্যাপন পরিষদ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক তরুণ সাহা, পূজা উদ্যাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার সাধারণ সম্পাদক শ্রী অজিত দাস, বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক রানা প্রতাপ আচার্য, শ্রীশ্রী রামসীতা মন্দিরের পুরোহিত চন্দন পাণ্ডে।


সভায় শ্রীমদ্ভগবদগীতা প্রতিযোগিতার ‘ক’ গ্রুপ এবং ‘খ’ গ্রুপে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা সভায় জানানো হয়, দুটি গ্রপে প্রথম স্থান অধিকারীরা আগামী জুলাই মাসে রাজশাহী বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নিবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর