[email protected] ঢাকা | শনিবার, ২৩শে আগস্ট ২০২৫, ৮ই ভাদ্র ১৪৩২
thecitybank.com

ডেথ বোলিংয়ে সেরা পেসার তাসকিন, শীর্ষ পাঁচে বাংলাদেশের দুজন

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১০ আগষ্ট ২০২৫, ১৮:৩১

ছবি: সংগ্রহীত
গত বছর টি-টোয়েন্টি ফরম্যাটে দুর্দান্ত বোলিং করেছেন তাসকিন আহমেদ। বিশেষ করে ডেথ ওভারগুলোতে দারুণ কার্যকরী ছিলেন বাংলাদেশের এই ডানহাতি পেসার। শুধু তাসকিনই নন, তার সঙ্গে দারুণ বোলিং করেছেন মুস্তাফিজুর রহমানও। ২০২৪ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেথ ওভারে সেরা পাঁচ বোলারদের মাঝে আছেন বাংলাদেশের এই দুই তারকা পেসার।
 
গত দেড় বছরের হিসেবে ডেথ ওভারে সেরা বোলারের তালিকায় সবার ওপরে আছেন বাংলাদেশের তাসকিন আহমেদ। ২০২৪ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেথ ওভারে সবচেয়ে কম ইকোনমি রেটে বোলিং করেছেন তিনি। বাংলাদেশের আরেক পেসার মুস্তাফিজুর রহমান তালিকার ৪ নম্বরে। 
 
২০২৪ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইনিংস খেলেছেন তাসকিন আহমেদ। ডেথ ওভারে তিনি বল করেছেন ৬.১৮ ইকোনমি রেটে, উইকেট শিকার করেছেন ১৭টি। এ তালিকায় তাসকিনের পরের স্থানে নিউজিল্যান্ডের পেসার জ্যাকব ডাফি। ১০ ইনিংসে ৬.৭৭ ইকোনমি রেটে ডেথ ওভারে বল করেছেন তিনি, নিয়েছেন ৯ উইকেট। 
 
অস্ট্রেলিয়ার পেসার নাথান এলিস এই তালিকায় আছেন ৩ নম্বরে। গত দেড় বছরে ১০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইনিংসে ডেথ ওভারে ৬.৮৫ ইকোনমি রেটে বল করেছেন এ পেসার। তিনি ৯টি উইকেট শিকার করেছেন। এর পরের স্থানেই আছেন বাংলাদেশের আরেক পেসার মুস্তাফিজুর রহমান। ২০ ইনিংসে ডেথ ওভারে তিনি ৭.৩৭ ইকোনমি রেটে বল করে ১৫ উইকেট নিয়েছেন। 
 
তালিকায় পাঁচ নম্বরে আছেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। দীর্ঘ বিরতি দিয়ে ফের ক্রিকেটে ফিরেই বল হাতে আলো ছড়িয়েছেন বাঁহাতি এই পেসার। ২০২৪ সালের জানুয়ারির পর থেকে ১০টি টি-টোয়েন্টি ইনিংস খেলেছেন আমির। ডেথ তার ইকোনমি রেট ৭.৪৬, উইকেট নিয়েছেন মাত্র ৩টি। 
 
চলতি বছরে একাধিক টি-টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ।  সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি ২-১ ব্যবধানে হারে টাইগাররা। এরপর পাকিস্তানের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ হারে বাংলাদেশ। সবশেষ শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে দুটি সিরিজই ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ।
 
ডেস্ক/ই.ই

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর