প্রকাশিত:
৩১ ডিসেম্বার ২০২৪, ২২:৫৪
চাঁপাইনবাবগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে ১২ নং ওয়ার্ড যুব সংঘ কর্তৃক আয়োজিত ফেন্ডশীপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) চরমহনপুর লাহাপাড়া ক্রিকেট মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
চরমহনপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: আনসার আলীর সভাপত্বিতে এই ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২৫০ শয্যা বিশিষ্ঠ চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুস সামাদ।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১০ ও ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তোহরুল ইসলাম সোহেল ও আব্দুল খালেক, চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির ১২ নং ওয়ার্ড সাধারন সম্পাদক মো: কামরুজ্জামান, বিশিষ্ঠ ব্যাবসায়ী ও সমাজসেবক মো: সাইদুর রহমান, হাকিম ট্রের্ডাস এর প্রোপাইটর মো: আব্দুল হাকীমসহ অনান্যরা।
এই ক্রিকেট টুনামেন্টে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার অন্তগর্ত তথা ১০,১১,১২ ও ১৩ ওয়ার্ড সমূহ অংশগ্রহন করেন এবং ফাইনালে ১০ নং ওয়ার্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ১৩ নং ওয়ার্ড।
এমএএ/আআ
মন্তব্য করুন: