প্রকাশিত:
২৪ আগষ্ট ২০২৫, ১৬:০০
হজরত ইসমাঈল ও ইসহাক আলাইহিস সালামের বাবা ছিলেন মুসলিম জাতির পিতা হজরত ইবরাহিম আলাইহিস সালাম। ইবরাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালামের বংশে জন্ম নিয়েছিলেন আল্লাহর হাবিব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসহাক আলাইহিস সালামের বংশে জন্ম নিয়েছেন শতাধিক নবী।
ইসহাক আলাইহিস সালামের প্রথম সন্তান ইয়াকুব আলাইহিস সালামও ছিলেন একজন নবী। তার আরেক নাম ছিল ইসরায়েল। তার বংশধররা বনী ইসরাঈল বা ইসরাঈলের সন্তান নামে পরিচিত লাভ করে ইতিহাসে।
এই বংশেই আবির্ভাব ঘটে নবী হজরত মুসা আলাইহিস সালামের। তার অনুসারি হিসেবে বনী ইসরঈল ইহুদি নামে পরিচিত পেয়েছে। তারা এক সময় সঠিক আসমানী ধর্মের অনুসারি হলেও ইসলাম আগমনের পর অন্য সব আসমানী ধর্ম রহিত হয়ে যায় এবং একমাত্র ইসলামকেই মনোনীত ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত করেন আল্লাহ তায়ালা।
আল্লাহ তায়ালা বনী ইসরাঈলের কাছে সঠিক পথে থাকার প্রতিশ্রুতি নিয়েছিলেন; কিন্তু তারা আল্লাহকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেনি। উল্টোপথে চলেছে। ফলে আল্লাহ তায়ালা তাদেরকে পৃথিবীতে অভিশপ্ত করেছেন।
তাদের কাছ থেকে আল্লাহ তায়ালার প্রতিশ্রুতি নেওয়ার বিষয়টি পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে এভাবে—
وَ اِذۡ اَخَذۡنَا مِیۡثَاقَ بَنِیۡۤ اِسۡرَآءِیۡلَ لَا تَعۡبُدُوۡنَ اِلَّا اللّٰهَ ۟ وَ بِالۡوَالِدَیۡنِ اِحۡسَانًا وَّ ذِی الۡقُرۡبٰی وَ الۡیَتٰمٰی وَ الۡمَسٰكِیۡنِ وَ قُوۡلُوۡا لِلنَّاسِ حُسۡنًا وَّ اَقِیۡمُوا الصَّلٰوۃَ وَ اٰتُوا الزَّكٰوۃَ ؕ ثُمَّ تَوَلَّیۡتُمۡ اِلَّا قَلِیۡلًا مِّنۡكُمۡ وَ اَنۡتُمۡ مُّعۡرِضُوۡنَ ﴿۸۳﴾و اذ اخذنا میثاق بنی اسرآءیل لا تعبدون الا الله و بالوالدین احسانا و ذی القربی و الیتمی و المسكین و قولوا للناس حسنا و اقیموا الصلوۃ و اتوا الزكوۃ ثم تولیتم الا قلیلا منكم و انتم معرضون ﴿۸۳
আর স্মরণ কর, যখন আমি বনী ইসরাঈলের অঙ্গীকার গ্রহণ করলাম যে, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদাত করবে না এবং সদাচার করবে পিতা-মাতা, আত্মীয়-স্বজন, ইয়াতীম ও মিসকীনদের সাথে। আর মানুষকে উত্তম কথা বল, সালাত কায়েম কর এবং যাকাত প্রদান কর। অতঃপর তোমাদের মধ্য থেকে স্বল্প সংখ্যক ছাড়া তোমরা সকলে উপেক্ষা করে মুখ ফিরিয়ে নিলে। (সুরা বাকারা, আয়াত : ৮৩)
ডেস্ক/ই.ই
মন্তব্য করুন: