প্রকাশিত:
২ সেপ্টেম্বার ২০২১, ১৪:৫০
গ্রামকে শহরে রূপান্তর বর্তমান সরকারের একটি ঘােষিত নীতি। উন্নয়ন বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গির প্রতিফলন হলাে গ্রামকে শহরে রূপান্তর করা,অর্থাৎ শহরের সব ধরনের সুবিধা ও উন্নয়নের প্রবহমান ধারা গ্রামে পৌঁছে দেয়া। সেই লক্ষে বর্তমান সরকার দক্ষতা ও সময় উপযােগী পদক্ষেপের মাধ্যমেই বাস্তবায়নের কাজ করছে,কিন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর পৌরসভার ১নাম্বার ওয়ার্ডের সরকারের ঘােষণার কোন প্রতিফলন হয়নি। বর্তমান ০১নাম্বার ওয়ার্ডটি এবং এই ওয়ার্ড এর মানুষ এখনও রয়েছে আশায় অবহেলিত,অধিকাংশ রাস্তার বেহাল দশা,চলাচলে অনুপযােগি। এ ১,নাম্বার ওয়ার্ড এর গ্রামীণ জনগুরুত্বপূর্ণ অনেক রাস্তায় এখনও মাটির পরিবর্তে ইটের ছোঁয়াও স্পর্শ করেনি। যার কারণে অর্থনৈতিক উন্নয়নের চাকা থমকে রয়েছে। একটুতেই বৃষ্টি হলে ডুবে যাই নেই কোনো ড্রেনের পানি নিষ্কাশনের ব্যবস্থা অনেক কষ্ট করে যাতাযাত করতে হয় হাঁটু ভেঙে এক নম্বর ওয়ার্ডের অবহেলিত মানুষগুলোকে। স্থানীয় এক নম্বর ওয়ার্ড বাসির বক্তব্য সূত্রে জানতে পারা যায়,রাস্তা সংস্কারের কাজ না হলেও অন্তত একবার হলেও পৌরসভার কুদালের ছোঁয়া যেন পড়ে এই রাস্তা গুলোতে এটাই শেষ দাবি ৩০,বছর ধরে তাকিয়ে থাকা অবহেলিত এক নাম্বার ওয়ার্ড বাঁশির।
মন্তব্য করুন: