[email protected] ঢাকা | শনিবার, ২৩শে আগস্ট ২০২৫, ৮ই ভাদ্র ১৪৩২
thecitybank.com

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন মির্জা ফখরুল

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২০ আগষ্ট ২০২৫, ২১:০০

ছবি: সংগ্রহীত
রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২০ আগস্ট) দুপুরের দিকে হাসপাতাল থেকে রিলিজ নিয়ে বাসায় ফেরেন তিনি।
 
এর আগে বিএনপি মহাসচিবের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে ইউনাইটেড হাসপাতালে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এবং সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল।
 
 
মঙ্গলবার (১৯ আগস্ট) গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। রাত ১টার দিকে তাকে হাসপাতালে নেয়া হয়।
 
এর আগে একই দিন সন্ধ্যায় চিকিৎসা শেষে ব্যাংকক থেকে ঢাকায় ফেরেন বিএনপি মহাসচিব। পরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান তিনি। সেখানে রাত সাড়ে ১১টা পর্যন্ত একাধিক দলীয় বৈঠকে অংশ নেন। একপর্যায়ে বাসায় ফিরে কিছুটা অসুস্থতাবোধ করলে তাকে হাসপাতালে নেয়া হয়।
 
গত ১৩ আগস্ট চোখের চিকিৎসা করাতে ব্যাংকক যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং দলটির মিডিয়া সেলের বরাতে জানা গেছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমানে সুস্থ আছেন।
 
ডেস্ক/ই.ই

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর