[email protected] ঢাকা | মঙ্গলবার, ১লা জুলাই ২০২৫, ১৭ই আষাঢ় ১৪৩২
thecitybank.com

ছাত্রশিবির সেক্রেটারি/

গুরুত্বপূর্ণ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১৯ মে ২০২৫, ২১:৫৭

ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম। ফাইল ছবি

দেশের গুরুত্বপূর্ণ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে বলে দাবি করেছেন ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম। সোমবার (১৯ মে) বিকেলে নোয়াখালীর সেনবাগে নোয়াখালী জেলা উত্তর শাখার ৮৭তম শহীদ গোলাম জাকারিয়ার ২৯তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে তিনি এ দাবি জানান।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, বাংলাদেশের গুরুত্বপূর্ণ যত শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে সেখানে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। কারো ইশারায়, কোনো শক্তির ইশারায় যেন ছাত্র সংসদ নির্বাচনগুলো পিছিয়ে আবার এখানে নব্য ফ্যাসিবাদ কায়েমের সুযোগ দেওয়া না হয়। এই জন্য আমি সংশ্লিষ্ট কর্তপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা আশা করি প্রতিটি ক্যাম্পাসে ছাত্ররা তাদের প্রতিনিধিত্ব নির্বাচন করবে। ক্যাম্পাসগুলো তাদের প্রতিনিধি নির্বাচনের মধ্য দিয়ে ছাত্রদের দাবি দাওয়া আদায় এবং ক্যাম্পাসে সুষ্ঠু সুন্দর পরিবেশ বজায়ের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইতোমধ্যে আমরা দেখেছি ডাকসু, রাকসু, জাকসু সব জায়গায় নির্বাচনের একটি রোডম্যাপ দেখেছি, কিন্তু সুনির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করেনি। অতি দ্রুত ক্যাম্পাসে তারিখ ঘোষণার জন্য প্রশাসনের কাছে আমরা অনুরোধ জানাই

তিনি আরও বলেন, আমরা চাই না ক্যাম্পাসে কোনো মায়ের বুক আর খালি হোক। এই ক্যাম্পাসে হলগুলো দখল করে আওয়ামী ফ্যাসিবাদ দীর্ঘদিন তাদের রাজত্ব কায়েম করেছে। এই নিষিদ্ধ আওয়ামী লীগের গুন্ডা বাহিনী ও তাদের সহযোগী সংগঠনগুলো ভিন্নমত পোষণ করলেই আবরার ফাহাদের মতো দিনে দুপুরে রাতের অন্ধকারে ডেকে ডেকে নিয়ে নির্যাতন করতো সাধারণ ছাত্রদের। আমরা দেখেছি হলগুলোতে সিট বরাদ্দ হতো দলীয়করণের মাধ্যমে। দল না করলে কোনো সিট পাওয়া যেত না। ৫ আগস্টের পর আমরা বলেছি মার্কেট প্লেস অব ভ্যালুস হবে ক্যাম্পাসগুলো। প্রতিটি ক্যাম্পাসে ছাত্ররা মেধার ভিত্তিতে হলে সিট পাবে।

শিক্ষা সংস্কার প্রস্তাবনার কথা উল্লেখ করে শিবির সেক্রেটারি বলেন, ইসলামী ছাত্রশিবির বারবার বলছে প্রতিটি ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ থাকতে হবে। শিক্ষা সংস্কার প্রস্তাবনার কথা বারবার আমরা বলছি। এত কমিশন গঠন করা হয় কিন্তু শিক্ষা সংস্কার আলোর মুখ দেখে না। জনগণের দাবি না থাকলেও বিতর্কিত নারী কমিশন তৈরি করে দেশের মধ্যে আরেক বিভাজন তৈরি করা হয়েছে, কিন্তু যে ক্যাম্পাসগুলোতে আন্দোলনের সূত্রপাত হয়েছে সে ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য যে সংস্কার কমিশন করা দরকার ছিল সেদিকে কারো নজর দিতে আমরা দেখি নাই। অতিদ্রুত শিক্ষা সংস্কার কমিশন গঠন করে এদেশের হযবরল শিক্ষা ব্যবস্থাকে একটি ইউনিক পর্যায়ে নিয়ে আসার জন্য আমি উদাত্ত আহ্বান জানাই।

নোয়াখালী জেলা উত্তর সভাপতি মো দাউদ ইসলামের সভাপতিত্বে সেনবাগ উপজেলা জামায়াতের আমির ইয়াসিন করিম, শহীদ গোলাম জাকারিয়ার বড় ভাই গোলাম কিবরিয়া, নোয়াখালী জেলার নায়েবে আমির মাওলানা সাইয়েদ আহমদ, ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক মো. নোমান হোসেন নয়ন প্রমুখ বক্তব্য দেন।

এ সময় কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও নোয়াখালী শহর সভাপতি হাবিবুর রহমান আরমান, নোয়াখালী জেলা দক্ষিণ ছাত্রশিবিরের সভাপতি হাফেজ সাইফুর রসুল ফুয়াদ, সেনবাগ উপজেলা জামায়াতের সেক্রেটারি নুরুল আফসারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ডেস্ক/আআ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর