[email protected] ঢাকা | শনিবার, ১৫ই মার্চ ২০২৫, ৩০শে ফাল্গুন ১৪৩১
thecitybank.com

নির্বাচন প্রক্রিয়া যত দীর্ঘায়িত হবে, সমস্যা আরও বাড়বে: সালাহউদ্দিন

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২ মার্চ ২০২৫, ১৭:২৯

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। ছবি: সংগ্রহীত

নির্বাচন প্রক্রিয়া যত দীর্ঘায়িত হবে, সমস্যা আরও বাড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

রবিবার (০২ মার্চ) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশ ‘মানবাধিকার নিশ্চিতে রাজনীতিবিদদের ভূমিকা’ শীর্ষক এই সভার আয়োজন করে।

নির্বাচন বিষয়ে অবস্থান পরিষ্কার করতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘নির্বাচনের বিষয়ে সরকার কী করবে, জনগণের সামনে তা দৃশ্যমান করার দাবি জানাচ্ছি। নির্বাচন প্রক্রিয়া যত দীর্ঘায়িত হবে, চলমান সমস্যা আরও বাড়বে। জাতির মধ্যে যে অস্থিরতা রয়েছে তা কাটাতে হলে একটি নির্বাচন প্রয়োজন। যত দিন যাচ্ছে গণতন্ত্র উত্তরণের যাত্রা পথ বাধাগ্রস্ত করার কূটকৌশল লক্ষ্য করা যাচ্ছে। শুধু পুলিশ দিয়ে নয়, রাজনীতি দিয়ে ফ্যাসিবাদ মোকাবিলা করতে হবে। তাহলেই ফ্যাসিবাদের মূল উপড়ে ফেলা যাবে।’

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী সারা বিশ্ব ঘৃণিত গণহত্যাকারী হিসেবে শেখ হাসিনাকে স্বীকৃতি দিয়েছে। মানবাধিকার লঙ্ঘন মানুষ হত্যা রাষ্ট্রীয় বাহিনী দিয়ে এবং এর প্রতিটি তথ্য সেখানে চিত্রায়িত আছে। বাংলাদেশের গণহত্যায় শেখ হাসিনার সরাসরি নির্দেশ ছিল এটি সারা বিশ্বে প্রতিষ্ঠিত হয়েছে। 

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট গণহত্যাকারী আওয়ামী প্রধান শেখ হাসিনাকে এখনো আমরা অনুশোচনা করতে দেখিনি। আওয়ামী লীগের কোনো নেতা এখন পর্যন্ত গণহত্যার দায় স্বীকার করে অনুশোচনা করে বাংলাদেশের রাজনীতি করব, এ কথা বলতে শুনিনি। এটা ভাবতে অবাক লাগে, উল্টো তাদের বক্তব্য শুনলে মনে হয়, বাংলাদেশের গণ–অভ্যুত্থানকারী সাধারণ মানুষদের যেন অপরাধ হয়েছে!’

বিএনপির এই নেতা বলেন, ‘এই অবস্থা থেকে আমাদের মুক্তি পেতে হলে সম্পূর্ণ রাজনৈতিক সংস্কৃতি পাল্টাতে হবে। যে রাজনৈতিক সংস্কৃতি বাংলাদেশের মানুষ আনন্দে গ্রহণ করবে ফ্যাসিবাদের বিরুদ্ধে অগতান্ত্রিক রাজনীতির বিরুদ্ধে, যে কোনো অপসংস্কৃতির বিরুদ্ধে। যাতে সব মানুষ আপন করে নিতে পারে, এ রকম রাজনৈতিক সংস্কৃতি চর্চা আমাদের চালু করতে হবে।’

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আপনারা শুধু আয়না ঘরের কথা শুনেছেন বা আমাদের গুম করার কাহিনি শুনেছেন। যারা মৃত্যুবরণ করেছেন তাঁদের তো বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই। যারা আয়না ঘর থেকে বেরিয়ে এসেছেন তাঁরা কথা বলছেন, কিন্তু যাদের এখনো কোনো হাদিস পাওয়া যায়নি তাঁরা তো কথা বলতে পারছে না। আপনারা হয়তো শুনে আন্দাজ করতে পারেন, যাদের গুম করা হয়েছিল তাঁদের কীভাবে হত্যা করা হয়ে থাকতে পারে। জঘন্যতম হত্যাকাণ্ড, গুম-খুনের ইতিহাস।’

ডেস্ক/আআ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর