[email protected] ঢাকা | শনিবার, ১৫ই মার্চ ২০২৫, ১লা চৈত্র ১৪৩১
thecitybank.com

মাহে রমজানকে স্বাগত জানিয়ে চাঁপাইনবাবগঞ্জে শিবিরের র‌্যালী

উপজেলা সংবাদদাতা:

প্রকাশিত:
১ মার্চ ২০২৫, ২২:১৩

মাহে রমজানকে স্বাগত জানিয়ে চাঁপাইনবাবগঞ্জে শিবিরের র‌্যালীতে নেতৃবৃন্দ। ছবি: সংগ্রহীত

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে চাঁপাইনবাবগঞ্জ শহরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০১ মার্চ) বিকাল সাড়ে ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের আরামবাগ মোড় থেকে র‌্যালিটি শুরু করে শান্তিমোড় ও বাতেনখাঁ মোড় প্রদক্ষিন শেষে বড়ইন্দারা মোড়ে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যোর মধ্য দিয়ে শেষ হয়।

‌চাঁপাইনবাবগঞ্জ শহর শাখা ছাত্রশিবিরের সূত্র থেকে জানা যায়, মাহে রমজানের পবিত্রতা রক্ষা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ, দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ, সিনেমা হল বন্ধসহ অশ্লীল কার্যক্রম বন্ধের দাবিতে কেন্দ্র ঘোষিত কার্যক্রমের আওতায় সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জেও র‌্যালিটি অনুষ্ঠিত হয়। 

চাঁপাইনবাবগঞ্জ শহর শিবিরের সভাপতি মো. আব্দুল আজিজ বলেন, বিগত ১৪ বছর ধরে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে অন্যায়ভাবে মিথা মামলা দিয়ে কারাগারে বন্দি করে রাখা হয়েছে। অতি শীঘ্রই তাকে মুক্তি দিতে হবে। রমজানের পবিত্রতা রক্ষায় সকলকে একসাথে কাজ করতে হবে। দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখা উচিত। বিশেষ করে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমিয়ে রাখার আহ্বান জানান তিনি।

চাঁপাইনবাবগঞ্জ শহর শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. আব্দুল আজিজের সভাপতিত্বে এই সময় আরোও উপস্থিত ছিলেন, শহর শাখার সেক্রেটারি ইউসুফ আল গালিব, দপ্তর সম্পাদক মোঃ ইকবালসহ প্রমুখ।  

প্রতিনিধি/আআ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর