[email protected] ঢাকা | শনিবার, ১৫ই মার্চ ২০২৫, ৩০শে ফাল্গুন ১৪৩১
thecitybank.com

স্বেচ্ছায় গ্রেপ্তার হতে চান জামায়াতে ইসলামীর আমির

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২০ ফেব্রুয়ারী ২০২৫, ২২:৩৬

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগ্রহীত

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা টি এম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে স্বেচ্ছায় গ্রেপ্তার হওয়ার ঘোষণা দিয়েছেন দলটির আমির শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এ ঘোষণা দিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।

মি. রহমান লিখেছেন, সব নেতা মুক্তি পেলেও বৈষম্য ও জুলুমের শিকার হয়ে এ টি এম আজহারুল ইসলাম এখনো বন্দি রয়েছেন। এর প্রতিবাদে আগামী ২৫শে ফেব্রুয়ারি গ্রেপ্তার হওয়ার জন্য আদালত প্রাঙ্গনে উপস্থিত থাকবেন তিনি।

“তাকে কারাগারে রেখে বাইরে অবস্থান করা আমার পক্ষে আর একেবারেই সম্ভব নয়। আমরা সরকারকে যথেষ্ট সময় দিয়েছি। এই জুলুমের প্রতিবাদে এবং জনাব এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আমি নিজে গ্রেফতার হওয়ার জন্য ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখে আদালত প্রাঙ্গনে হাজির থাকবো,” ফেসবুকে লিখেছেন মি. রহমান।

তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করার জন্য আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আহ্বান জানিয়েছেন মি. রহমান।

মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১২ সালের ২২শে অগাস্ট গ্রেপ্তার হন এ টি এম আজহারুল ইসলাম। ২০১৪ সালের ৩০শে ডিসেম্বর তাকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গ্রেপ্তারের সময় মি. ইসলাম দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ছিলেন।

এ রায়ের বিরুদ্ধে ২০১৫ সালের জানুয়ারিতে মি. ইসলাম আপিল করলে মৃত্যুদণ্ডের রায়ই বহাল থাকে। পরে আপিলের ওই রায় পুনর্বিবেচনার আবেদন করেন মি. ইসলাম।

বৃহস্পতিবার এই পুনর্বিবেচনার আবেদনটি আপিল বিভাগের কার্যতালিকায় ছিল। কিন্তু শুনানি হয়নি। এরপরই জামায়াতে ইসলামীর আমির ফেসবুকে ওই স্ট্যাটাস দেন।

গত কয়েকদিন ধরে এ টি এম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে মিছিল, বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করছিল দলটি।

ডেস্ক/আআ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর