[email protected] ঢাকা | মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১১ই ভাদ্র ১৪৩২
thecitybank.com

ভালোবাসা দিবস না পালনে ছাত্রশিবিরের আহ্বান

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১৪ ফেব্রুয়ারী ২০২৫, ১৩:৩৭

ছবি: সংগৃহীত

বিশ্ব ভালোবাসা দিবস (ভ্যালেন্টাইনস ডে) আমাদের সংস্কৃতি নয় জানিয়ে দিবসটি পালন না করতে আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে একাধিক পোস্টে ভালোবাসা দিবস পালন না করার আহ্বান করা হয়েছে।

ছাত্রশিবির শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকদেরও এই বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ছাত্রশিবির তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে সংযুক্ত ফটোকার্ডে লেখা ছিল, ভ্যালেন্টাইন আমাদের সংস্কৃতি নয়।

ভালোবাসা দিবসকে না বলুন, সুস্থ সংস্কৃতির বিকাশ করুন।

আরেক পোস্টে সংগঠনটি ক্যাম্পাসগুলোতে ভালোবাসা দিবস উপলক্ষে কনসার্টসহ যেকোনো অনুষ্ঠান না করার অনুরোধ জানিয়েছে।

শুক্রবার সকাল ৬টা ৪০ মিনিটে ছাত্রশিবিরের পেজ থেকে আরও একটি ফটোকার্ড শেয়ার করা হয়, যেখানে অভিভাবকদের উদ্দেশে বলা হয়, সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনার ছেলে-মেয়েদের সঙ্গে সময় ব্যয় করুন। সন্তানকে একা ছেড়ে দেবেন না।

পরে আরেক পোস্টে ছাত্র শিবির বলছে, ভ্যালেন্টাইন আমাদের সংস্কৃতি নয়। ভালোবাসা দিবসকে না বলুন। 

ডেস্ক/আআ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর