[email protected] ঢাকা | শনিবার, ১৫ই মার্চ ২০২৫, ৩০শে ফাল্গুন ১৪৩১
thecitybank.com

কৃষকদল নেতা তসিকুল ইসলাম

জামায়াতিরা সুদখোর, এদের সঙ্গে মিশলে ইমান লুট হয়ে যাবে

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
১৪ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৫৭

চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষকদলের আহবায়ক তসিকুল ইসলাম তসি। ছবি: সংগ্রহীত

জামায়াতে ইসলামী আল্লাহর ও নবির দুশমন। এরা সুদের ব্যবসা করে। এরা সুদখোর। এদের সঙ্গে মিলেমিশে গেলে ইমান লুট হয়ে যাবে বলে মন্তব্য করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক ও সদর উপজেলা চেয়ারম্যান তসিকুল ইসলাম (তসি)।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়ের হলরুমে কৃষক সমাবেশে যোগ দিয়ে এ মন্তব্য করেন তিনি।

জামায়াতে ইসলামী প্রসঙ্গে তসিকুল ইসলাম বলেন, ‘এনজিও কিন্তু জামায়াতের মধ্যেই আছে। আপনারা দেখবেন জামায়াতিরা সুদের ব্যবসা করে। তারা মুখে বলে মুনাফা কিন্তু এটা মুনাফা নয়, সুদ। যেমন ইসলামী ব্যাংক জামায়াতে ইসলামীদের। এই ব্যাংক থেকে শতকোটি টাকা ঋণ দেওয়া দেওয়া হয় আর সুদ নেওয়া হয়। এই জামায়াতিরা হচ্ছে সুদখোর। জামায়াতে ইসলামী আল্লাহ ও নবির দুশমন।’

তিনি আরও বলেন, ‘জামায়াতে ইসলামীর লোকজন মোবাইলে অপপ্রচার করতে ভালো। তারা গুজব ছড়ায়। গিবত করে। আর গিবতকারীকে আল্লাহ পছন্দ করেন না। তার মানে জামায়াতে ইসলামীদের আল্লাহ পছন্দ করেন না। আবার দেখবেন এরা মিথ্যা কথা ভালো বলে। আর জানতে চাইলে বলে মিথ্যা কথা তাদের কৌশল। বিএনপির বিরুদ্ধে যত পারছে অপপ্রচার চালাচ্ছে।’

আওয়ামী লীগতো দেশের শত শত কোটি টাকা লুট করে বিদেশে পাচার করেছে। কিন্তু জামায়াতের সঙ্গে মিলেমিশে গেলে অন্তরের ইমান লুট হয়ে যাবে বলেও মন্তব্য করেন কৃষকদলের এই নেতা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সভাপতি গোলাম কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম, রাজশাহী মহানগরী ছাত্রদলের সাবেক যুগ্ম- সম্পাদক সাদি বাবু, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য বারিউল ইসলাম বারিসহ অন্যরা।
 
প্রতিনিধি/আআ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর