[email protected] ঢাকা | শনিবার, ১৫ই মার্চ ২০২৫, ৩০শে ফাল্গুন ১৪৩১
thecitybank.com

মেডিকেলে চান্সপ্রাপ্ত চাঁপাইনবাবগঞ্জের ২৬ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা

সদর উপজেলা প্রতিনিধি:

প্রকাশিত:
১২ ফেব্রুয়ারী ২০২৫, ২১:১৬

ছাত্রশিবিরের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির কাছ থেকে ক্রেস্ট গ্রহণ করছেন এক কৃতি শিক্ষার্থী। ছবি: চাঁপাই জার্নাল

দেশের বিভিন্ন মেডিকেলে চান্সপ্রাপ্ত চাঁপাইনবাবগঞ্জে জেলার ২৬ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার উদ্যোগে বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহরের এক কনভেনশন হলে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সভাপতি মোঃ আবদুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি, নবাবগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরীর দক্ষিণের আমীর মোঃ নূরুল ইসলাম বুলবুল। এই সময় কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম বুলবুল বলেন, ইসলামী ছাত্রশিবির ব্যতিত অন্য সকল রাজনৈতিক দল বা তাদের ছাত্র সংগঠন অত্যন্ত ঝুকিপূর্ণ। তারা পদ-পদবি আর সম্পদ অর্জনের লিপ্সায় রাজনীতি করে। ইসলামী ছাত্রশিবির সৎ যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্ব গঠনে কাজ করছে। সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গঠনে যোগ্য নেতৃত্ব তৈরি করছে। যার প্রমাণ জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনসহ এদেশের মানুষের অধিকার আদায়ের সকল আন্দোলন সংগ্রামের সাথে নিহিত রয়েছে।

তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, ইসলামী ছাত্র শিবিরের ছায়াতলে প্রতিটি ছাত্র নিরাপদ। যারাই শিবিরের ছায়াতলে এসেছে এবং আসবে তারাই আলোকিত মানুষ হয়েছে এবং হবে।

সংগঠনটির শহর সেক্রেটারি ইউসুফ আল গালিবের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সেক্রেটারী আবু বকর, পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানী, সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলিম, ডাঃ আবদুল মজিদ প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষার্থী ও তাদের অভিভাবকসহ বিভিন্ন শ্রেণীপেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

রাব্বি/আআ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর