[email protected] ঢাকা | মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১১ই ভাদ্র ১৪৩২
thecitybank.com

শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি:

প্রকাশিত:
১০ ফেব্রুয়ারী ২০২৫, ২২:০২

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ এলাকায় সড়ক দুর্ঘটনায় মোশারফ হোসেন (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

সোমবার (১০ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে সোনামসজিদ বিজিবি চেকপোস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি গ্রামের আয়েসের ছেলে।

স্থানীয়রা জানায়, বিকাল সাড়ে ৩টার দিকে মোশারফ হোসেন মোটরসাইকেলযোগে শিবগঞ্জ থেকে নিজ বাড়ি ফিরছিলেন। এ সময় সোনামসজিদ বিজিবি চেকপোস্ট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাথরভর্তি ট্রাকের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে গুরুত্বর আহত হন মোশারফ হোসেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রানীহাটি এলাকায় মারা যান তিনি।

শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/আআ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর