প্রকাশিত:
৯ ফেব্রুয়ারী ২০২৫, ০০:১৬
চাঁপাইনববাগঞ্জের অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান বিসমিল্লাহ হজ্ব ক্যাফেলায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৮ জানুয়ারি) বেলা ১২ টার দিকে বিসমিল্লাহ হজ্ব ক্যাফেলার নিজস্ব অফিসে এই দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং একই সাথে বিসমিল্লাহ হজ্ব ক্যাফেলার প্রতিষ্ঠাতা সদস্য সৈবুর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
এই সময় বিসমিল্লাহ হজ্ব ক্যাফেলার পরিচালক মো: শামসুল হোদার সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মাওলানা আব্দুল মতিন। এছাড়া চাঁপাইনবাবগঞ্জের বিশিষ্ঠ ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠানে বক্তারা, বিসমিল্লাহ হজ্ব ক্যাফেলার প্রতিষ্ঠাতা সদস্য সৈবুর রহমানের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং উমরাহ পালনের জন্য গমনকারী হজ্ব যাত্রীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
পরে প্রধান অতিথি মাওলানা আব্দুল মতিন সংক্ষিপ্ত দোয়া পরিচালনা করেন।
এমএএ/আআ
মন্তব্য করুন: