প্রকাশিত:
৫ ফেব্রুয়ারী ২০২৫, ১৭:৪১
সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (০৫ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে নাচোল স্টেশন সংলগ্ন এলাকায় এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচী পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল পৌর শাখ।
নাচোল পৌরসভার আমীর মো: মনিরুল ইসলামের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক ইয়াহ্ইয়া খালেদ।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল পৌর শাখার নায়েবে আমীর ডা.মোঃরফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি ইসমাইল হোসেন।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, জামায়াতে ইসলামী এমন একটি সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে কাজ করে যাচ্ছে। যেখানে রাষ্ট্রই প্রত্যেক নাগরিকের আয়-রোজগারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। রাষ্ট্র নিরাপদ আশ্রয়স্থল হবে এবং রাষ্ট্রই অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসাসহ সকল মানুষের মৌলিক অধিকারের নিশ্চয়তা প্রদান করবে।
প্রতিনিধি/আআ
মন্তব্য করুন: