[email protected] ঢাকা | শনিবার, ১৫ই মার্চ ২০২৫, ৩০শে ফাল্গুন ১৪৩১
thecitybank.com

নতুন হুজরাপুরে মাছ-মাংস বাজার নির্মাণ কাজ শুরু

সদর উপজেলা প্রতিনিধি:

প্রকাশিত:
৩ ফেব্রুয়ারী ২০২৫, ২৩:২৩

মাছ-মাংস বাজার নির্মাণ কাজ পরিদর্শন করছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ। ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নতুন হুজরাপুর মহল্লার পানির ট্যাংকের ফাঁকা জায়গায় আধুনিক পাইকারি-খুচরা মাছ ও মাংস বাজার নির্মাণের কাজ শুরু হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা বাস্তবায়নাধীন এই নির্মাণ কাজ শেষ হবে আগামী জুন মাসের মধ্যে।

টিনশেডের এই বাজারে থাকবে মাছপট্টি, মুরগিপট্টি, খাসিপট্টি ও গরুপট্টি। অর্থাৎ নিউমার্কেট এলাকা থেকে মাছ ও মাংসের বাজার স্থানান্তর করা হবে।

নতুন এই বাজার নির্মাণ কাজে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৬৭ লাখ ৬৭ হাজার টাকা। পৌরসভার নির্বাহী প্রকৌশলী তৌফিকুল ইসলাম এইসব তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে সোমবার বেলা ১১টার দিকে শুরু হওয়া কার্যক্রম পরিদর্শন করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশীদ। এসময় পৌরসভার নির্বাহী প্রকৌশলী তৌফিকুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/আআ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর