[email protected] ঢাকা | শনিবার, ১৫ই মার্চ ২০২৫, ৩০শে ফাল্গুন ১৪৩১
thecitybank.com

বসতঘর থেকে গৃহবধূ ও তার প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
২ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৪৬

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভা এলাকায় এক প্রবাসীর স্ত্রী ও তার পরকীয়া প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে রহনপুর পৌরসভার খয়রাবাদ এলাকায় অবস্থিত গৃহবধূ টুসির ঘর মরদেহ দুটি উদ্ধার করে গোমস্তাপুর থানা পুলিশ।

মৃতরা দুইজন হলেন- মালয়েশিয়া প্রবাসী শান মোহাম্মদ সনুর স্ত্রী টুসি বেগম (২৪) ও শিবগঞ্জ উপজেলার আড়গাড়াহাট গ্রামের মোশারফের ছেলে আব্দুর রাকিব (২৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টুসি খাতুনের স্বামী দীর্ঘদিন যাবৎ বিদেশে থাকেন। গতকাল শনিবার রাতে টুসি খাতুন ও পরকীয়া প্রেমিক রাকিবকে টুসি খাতুনের ঘরে দেখে ফেলেন তার শাশুড়ি। পরে তারা ঘরের দরজা লাগিয়ে তীরের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে স্থানীয়রা জানালা দিয়ে ঝুলন্ত মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্বার করে পুলিশ।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল বাসার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা দুইজন আত্মহত্যা করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং থানায় একটি ইউডি মামলা করা হয়েছে। এছাড়া আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

এমএএ/আআ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর