প্রকাশিত:
৩১ জানুয়ারী ২০২৫, ২২:৩৬
চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ৫জন আহত হয়েছে।
শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ৯ টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নতুন উনিশবিঘী গ্রামের মধ্য এলাকায় এ হামলার ঘটনা ঘটে এবং এতে পাঁচজন আহত হয়। এছাড়া এই ঘটনায় আটজনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
আহতরা হলেন, তামিজ উদ্দিন(৪৩), সাকিম আলী (২৯), লাইলী বেগম (৪৫), সাইফুদ্দিন ( ৬০) ও রনি (২৯)।
অভিযুক্তরা হলেন, মৃত আনেস আলীর ছেলে মো: এনামুল হক (৪৫), মো: আজিজুল (৩৫) ও মো: তাজেমুল হক (৪০), এনামুল হকের ছেলে ইমন আলী (২৫) ও সুমন আলী (২২) এবং মো: গাজলু আলীর ছেলে মো: আরিফুল হক (২৯), টুটুল আলী (২৩) ও মো: তরিকুল ইসলাম।
পুলিশের সূত্র থেকে জানা যায়, বসত বাড়ির চলাচল সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন যাবত এনামুল হকের সাথে তাজিম উদ্দিনের বিরোধ চলে আসছে। এর জের ধরে শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে এনামুল হক ও তাজিম উদ্দিনের মধ্যে সংঘর্ষ বাঁধে এবং এই সময় পাঁচজন গুরুত্বর আহত হয়। পরে তারা শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং এই বিষয়ে মো: রনি বাদী হয়ে মো: এনামুল হকসহ আটজরের নামে শিবগঞ্জ থানায় অভিযোগ দায়ের করে।
আহত রনি হোসেন বলেন, এনামুল ও আজিজুল হকসহ ২৫-৩০ জন লোক লাঠিসোটা, দা-বটি দিয়ে আমাদের উপর হামলা করে গুরুতর আহত করেছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় এজাহার দায়ের করেছি। আমরা দোষীদের শাস্তি চাই।
অভিযুক্ত টুটুল আলী মুঠোফোনে বলেন, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে আমাদের সাথে তাদের বিরোধ চলছে। আমরা তাদেরকে চলাচলের জন্য ৬ ফিট রাস্তা দিয়েছি কিন্ত তারা ১০ ফিট রাস্তা নিবে। তাই আজকে আমরা বাড়ির দেওয়াল দেওয়ার সময় তারা আমাদের উপর হামলা করে। এতে আমাদের ৬ থেকে ৭ জন আহত হয়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএএ/আআ
মন্তব্য করুন: