প্রকাশিত:
২৫ জানুয়ারী ২০২৫, ২২:২৭
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আদিবাসী জনগোষ্ঠীর আর্ত-সামাজিক উন্নয়ন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড এর ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ চত্বরে এই কমিটি গঠিত হয়।
কমিটি গঠন নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিধান সিং সভাপতি ও বাবুলাল টপ্য সম্পাদক নির্বাচিত হন।
এছাড়া পরিচালনা কমিটির সহ-সভাপতি পদে বিপদ ভঞ্জন বর্মন, সদস্য পদে যথাক্রমে শ্যামল চন্দ্র মাহাতো, শ্রীমতি সোহাগী হাঁসদা ও স্মৃতি মুড়িয়ারী নির্বাচিত হয়েছেন।
৯ সদস্যের এই ব্যবস্থাপনা কমিটি ঘোষণা করেন নাচোল উপজেলার সহকারী সমবায় কর্মকর্তা শফিকুল ইসলাম।
প্রসঙ্গত, নাচোল উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ সামাজিক উন্নয়ন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য দীর্ঘদিন যাবত কাজ করে যাচ্ছে।
প্রতিনিধি/আআ
মন্তব্য করুন: