প্রকাশিত:
২৩ জানুয়ারী ২০২৫, ০০:০০
চাঁপাইনবাবগঞ্জে এতিম শিশু ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র হিসেবে, হুডি, সোয়েটার-কার্ডিগান ও কম্বল বিতরণ করা হয়েছে।
জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আজ বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসব শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ এতিমখানার শিশু ও প্রতিবন্ধীদের মাঝে ২৫ টি হুডি, মেয়ে-ছেলেদের ৩১ টি সোয়েটার, কার্ডিগান প্রতিবন্ধীদের উন্নতমানের কম্বল বিতরণ করেন।
বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, শৈত্যপ্রবাহ বেড়ে যাওয়ায় শীতার্ত মানুষ দুর্ভোগে পড়েছে। তাদের প্রতি সরকারের পক্ষে থেকে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। শীতার্তদের উষ্ণতা দিতে প্রতিবছরের ন্যায় এবারও জাতীয় সমাজকল্যাণ পরিষদ তাদের দিকে মহানুভবতার হাত বাড়িয়ে দিয়েছে।
জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক ডঃ আব্দুল্লা আল ফিরোজের সঞ্চালনায় অন্যান্যদের উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ তরিকুল ইসলাম, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক উম্মে কুলসুম, সহকারি কমিশনার ও একিউটিভ ম্যাজিস্ট্রেট অনুজ চন্দ প্রমূখ। সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক উম্মে কুলসুম জানান, ৫টি উপজেলায় ৯৫ টি কম্বল ও ৩১৫ টি হুডি-কার্ডিগান এবং সোয়েটার দেয়া হবে।
রাব্বি হোসেন/আআ
মন্তব্য করুন: