প্রকাশিত:
২ জানুয়ারী ২০২৫, ২৩:৩২
চাঁপাইনবাবগঞ্জের মিস্ত্রিপাড়ায় রাজমিস্ত্রীর কাজ করার সময় বিদুৎপৃষ্ট হয়ে হাসিব আলী নামের এক যুবক নিহত হয়েছে।
বৃহস্পতিবার (০ে২ জানুয়ারি) সকালে জেলা শহরের মিস্ত্রিপাড়া এলাকায় দোতলা ভবনের কাজ করতে গিয়ে সেখানে থাকা বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলেই নিহত হয় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ঘাটিয়ালপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে হাসিব আলী (২১)।
নিহতের স্বজন,পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, কাজ করতে গিয়ে বিদুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হলে স্থানীয় বাসিন্দা ও অন্য শ্রমিকরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে চিকিৎসকরা জানান, হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়।
ঘটনাটি নিশ্চিত করে সদর থানার ওসি রইস উদ্দিন বলেন- আইনানুগ ব্যবস্থা শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি/আআ
মন্তব্য করুন: