[email protected] ঢাকা | শনিবার, ১৫ই মার্চ ২০২৫, ১লা চৈত্র ১৪৩১
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
২ জানুয়ারী ২০২৫, ২৩:১৭

চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন। ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ধাক্কায় ইব্রাহিম খলিলুল্লাহ (২৮) নামে মানসিক ভারসাম্যহীন এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (০২ জানুয়ারি) আনুমানিক সন্ধা ৫.৪০ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মহাডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম খলিল  জামালপুর জেলার মাদারগঞ্জ থানার জাংগারিয়া গ্রামের মৃত আমির উদ্দিন মন্ডলের ছেলে।

রেলওয়ে পুলিশের সূত্র থেকে জানা যায়, ধারণা করা হচ্ছে মানসিক ভারসাম্যহীন ইব্রাহিম খলিলুল্লাহ সম্ভবত সন্ধার দিকে ট্রেন থেকে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হন। পরে এক রিকশাওয়ালা তাকে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন এবং রাজশাহী নিয়ে যাবার প্রস্তুতিকালে তিনি মারা যান।

চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ের স্টেশন মাস্টার মীম ওবাইদুল্লাহ বলেন, রেল লাইনের পাশে এক যুবকের পড়ে থাকা ও হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়েছে এমন খবর শুনেছি। আমি এই বিষয়ে খোঁজখবর নিচ্ছি। এছাড়া সন্ধা সোয়া ৫ টার দিকে রহনপুরগামী লোকাল ট্রেন চাঁপাইনবাবগঞ্জ স্টেশন থেকে ছেড়ে যায় বলেও জানান তিনি।

চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে পুলিশের এসআই মো. রফিকুল ইসলাম ঘটনার সত্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার সন্ধার দিকে মহাডাঙ্গা এলাকায় ঘটনাটি ঘটেছে। এ ব্যাপারে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।

এমএএ/আআ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর