[email protected] ঢাকা | শনিবার, ১৫ই মার্চ ২০২৫, ১লা চৈত্র ১৪৩১
thecitybank.com

ছাত্র আন্দোলনে আহত এক ছাত্রকে অনুদান দিল ৫৯বিজিবি

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
৩০ ডিসেম্বার ২০২৪, ১৯:২০

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত আসমাউল হুসনাকে অনুদান তুলে দিচ্ছেন৫৯ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া। ছবি: বিজিবি৫৯

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত আসমাউল হুসনা নামে একজন ছাত্রকে বিজিবির পক্ষ থেকে অনুদান প্রদান করা হয়েছে।

আজ সোমবার দুপুর ১২ টার দিকে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি এর পক্ষ হতে অত্র ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া নগদ এক লক্ষ টাকা অনুদান প্রদান করেন।

ছাত্র আন্দোলনে আহত ও অনুদান প্রাপ্ত আসমাউল হুসনার বড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বালিয়াডিঘি এলাকায়। তার পিতার নাম মো: ইনজামাম হক।

বিজিবি সূত্র থেকে জানা যায়, মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি এর দায়িত্বপূর্ণ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের পুর্নবাসন এর অংশ হিসেবে অনুদান প্রদান করছে। তার ধারাবাহিকতায় আসমাউল হুসনাকে এই অনুদান প্রদান করা হয়।

৫৯ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া জানান,  গত ২১ জুলাই আহত হন মো. আসমাউল হুসনা। তার চিকিৎসা বাবদ অনুদান হিসেবে এই অর্থ প্রদান করা হলো। এই ধরনের সামাজিক কর্মকা- ভবিষ্যতেও চলমান থাকবে বলে তিনি জানান।

এমএএ/আআ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর