প্রকাশিত:
৩০ ডিসেম্বার ২০২৪, ১৮:৪৭
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ট্রাকের নিচে চাপা পড়ে মোঃ আরিফ (৪০) নামে একজন ভ্যান চালক নিহত হয়েছেন।
আজ সোমবার (৩০ ডিসেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী বিশ্বরোড পাকা রাস্তার উপর এই দুঘর্টনা ঘটে।
নিহত মো: আরিফ হোসেন হলেন শিবগঞ্জ উপজেলার চককীর্তি এলাকার বুদ্ধ মিয়ার ছেলে।
পুলিশ সূত্র থেকে জানা যায়, সোনামসজিদ এলাকা থেকে পেয়াজ ক্রয় করে নিজ বাড়িতে আসার পথে ভ্যানের বাম পাশের অংশ ভেঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত ট্রাকের নিচে ভ্যানসহ চলে গেলে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে আরিফ নিহত হন। পরে ঘটনাস্থল থেকে ট্রাকটি সোনা মসজিদ জিরো পয়েন্টের দিকে পালিয়ে চলে যায়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: গোলাম কিবরিয়া জানান, চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কে ট্রাকের সাথে ভ্যানের দূর্ঘটনায় আরিফ নামে একজন নিহত হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন আছে।
এমএএ/আআ
মন্তব্য করুন: