চাঁপাইনবাবগঞ্জের বারঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ এর বিরুদ্ধে করা লিখিত অভিযোগ প্রত্যাহার করে নিয়েছে বারঘরিয়া দৃষ্টি নন্দন পার্কের দোকান ব্যবসায়ীরা।
গত ৮ সেপ্টেম্বর রবিবার উপজেলা নিবার্হী অফিসারের নিকট অভিযোগ প্রত্যাহারের কপি জমা দেন ব্যবসায়ীরা।
প্রত্যাহার পত্রে বলা হয়, আমরা বারঘরিয়া বাজারে দৃষ্টিনর্দন পার্কের মধ্যে দোকান বরাদ্দকে কেন্দ্র করে আমরা আপনার দপ্তরে গত ৩০/০৭/২০২৪ ইং তারিখে যে অভিযোগ পত্রটি দাখিল করেছিলাম তাহা প্রত্যাহার করে নিলাম।
এছাড়া প্রত্যাহার পত্র থেকে আরোও জানা যায়, বারঘরিয়া হাট বাজারের খাজনা আদায়কারী (ইজারাদার) মোঃ সাদ্দাম হোসেন, পিতা: মোঃ আফজাল হোসেন (লিলটু), বারঘরিয়া ও ইউপি চেয়ারম্যান এর মধ্যে হাট সংলগ্ন দৃষ্টি নন্দন পার্কের অস্থায়ী দোকান পাট বসা নিয়ে যে, দন্ড সৃষ্টি হয়েছিল এবং সেটিকে আমাদের সামনে যেভাবে উপস্থাপন করা হয়েছিল তাতে আমরা চেয়ারম্যানকে ভুল বুঝেছিলাম। তাই তাঁর বিরুদ্ধে আপনার নিকট লিখিতভাবে অভিযোগ করেছিলাম। কিন্তু বর্তমানে ইজারাদার ও দোকান মালিক এবং চেয়ারম্যান সাহেব কে নিয়ে একসাথে বসার ফলে দন্ডের বিষয়টি সমাধান করা হয়েছে।
এবিষয়ে উপজেলা নিবার্হী অফিসার মোছাঃ তাছমিনা খাতুন এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বারঘরিয়া ইউনিয়নের দৃষ্টি নন্দন পার্কের দোকান ব্যবসায়ীরা গত ৩০ জুন ২০২৪ তারিখে বারঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। ও গত ৮ সেপ্টেম্বর ২০২৪ তারিখে ব্যবসায়ীরা অভিযোগ প্রত্যাহারের লিখিত পত্র আমার নিকট জমা দেন।
আআ
মন্তব্য করুন: