[email protected] ঢাকা | শনিবার, ১৫ই মার্চ ২০২৫, ১লা চৈত্র ১৪৩১
thecitybank.com

নাচোলে জনসচেতনতায় কর্মশলা অনুষ্ঠিত

নাচোল উপজেলা প্রতিনিধি:

প্রকাশিত:
১৭ অক্টোবার ২০২৪, ২২:০৭

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার সদর ইউনিয়নে জনসচেতনতা সৃষ্টির লক্ষে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল ১০টার দিকে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আয়োজনে উপজেলার নাচোল ইউনিয়ন পরিষদ হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান বক্তা ছিলেন ব্র্যাক মাইগ্রেশন প্রকল্পের এস এস ই আর মো. সোহেল রানা।

বিশেষ অতিথির বক্তব্য দেন- নাসিরাবাদ দুলাহার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রদীপ কুমার দাশ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মাইনুল ইসলাম, ব্র্যাকের পিও মো. মিজানুর রহমান।

এছাড়াও প্রকল্পটির কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক জমির উদ্দিন, প্রচার সম্পাদক মনিরুল ইসলাম, ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ড সদস্য, গ্রামপুলিশ, সুশীল সমাজের প্রতিনিধি, ইমাম ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিদেশ যাবার পূর্বে সঠিকভাবে পাসপোর্ট-ভিসা যাচাই-বাছাইয়ে সহযোগিতা করা, বিদেশে আটক ব্যক্তিকে ফেরত আনা, অসুস্থ অভিবাসীদের চিকিৎসা সহায়তা, বিদেশে মারা যাওয়াদের দেশে ফেরত আনা এবং ক্ষতিগ্রস্ত হয়ে বিদেশ ফেরত ব্যক্তিকে যাচাই-বাছাইপূর্বক আর্থিক সহায়তা করাসহ বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা করা হয়।

ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম ‘ইম্প্রুভড সাসটেইনেবল রি-ইন্টিগ্রেশন অব বাংলাদেশী রির্টানি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২)’ নামের এই প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।

আআ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর