[email protected] ঢাকা | শনিবার, ১৫ই মার্চ ২০২৫, ১লা চৈত্র ১৪৩১
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
১০ মে ২০২৪, ১৫:০৭

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে অতিথিবৃন্দ। ছবি: চাঁপাই জার্নাল

বিজ্ঞান চর্চা ও শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশের লক্ষে বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি স্লোগানে চাঁপাইনবাবগঞ্জে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ৮ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড, ৮ম জাতীয় কুইজ প্রতিযোগিতা এবং বিজ্ঞান বিষয়ক সেমিনার-২০২৪ এর উদ্বোধন ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (১০ মে) সকাল ১০ টার দিকে বঙ্গবন্ধু মঞ্চে এই উদ্বোধনী ঘোষনা করেন জেলা প্রশাসক এ.কে.এম গালিভ খান।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব উল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ রুহুল আমিন, স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক দেবেন্দ্র নাথ উরাও, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মোজাহারুল ইসলাম তরু, জেলা সিভিল সার্জন এস.এম মাহমুদুর রশিদসহ অন্যান্যরা।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্বাবধানে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের আয়োজন করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন। এতে ৩৭ টি স্টলে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের বিভিন্ন উদ্ভাবন উপস্থাপন করেন।

এমএএ/আআ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর