[email protected] ঢাকা | শনিবার, ১৫ই মার্চ ২০২৫, ১লা চৈত্র ১৪৩১
thecitybank.com

গোমস্তাপুরে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ভুটভুটি চালক নিহত

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
৬ মে ২০২৪, ২০:০৫

প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলায় ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ভুটভুটি চালক নিহত হয়েছে।

সোমবার (০৬ মে) গোমস্তাপুর উপজেলার পাবর্তীপুর ইউনিয়নের জিনারপুর এলাকায় ট্রাক ও ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে এই ঘটনা ঘটে। নিহত ভুটভুটি চালক মোজ্জামেল হক বাবু গোমস্তাপুর উপজেলার দোষীমনি কাঁঠাল গ্রামের মাইনুল ইসলামের ছেলে।

স্থানীয় ও পুলিশ জানায়, মোজ্জামেল ভুটভুটি নিয়ে গোমস্তাপুর উপজেলার আড্ডা বাজার থেকে বড়দাদপুর যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা পন্যবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এই সময় ঘটনা স্থলেই মারা যান মোজ্জামেল হক।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী যোবায়ের আহমেদ জানান, এই বিষয়ে আইনানুগ ব্যাবস্থা শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

এমএএ/আআ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর