[email protected] ঢাকা | শনিবার, ১৭ই মে ২০২৫, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩২
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জে চেম্বার অফ কর্মাসের বাজার মনিটরিং

নিজস্ব প্রতিনিধিঃ

প্রকাশিত:
১৭ মার্চ ২০২৪, ২২:২১

ছবিঃসংগ্রহীত

পবিত্র মাহে রমজান মাসে সকল নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে বাজার তদারকি করেছে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধি দল।


রবিবার (১৭মার্চ) সকালে জেলা শহরের পুরাতন বাজারসহ আসপাশের বিভিন্ন বাজার পর্যবেক্ষণ করেন জেলা চেম্বার অফ কর্মাসের সভাপতি আব্দুল ওয়াহেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

এসময় আব্দুল ওয়াহেদ বাজারের পাইকারি ও খুচরা ব্যাবসায়ীদের আইন মেনে ন্যায্যমূল্যে ভোক্তার কাছে পণ্য সরবরাহের দিক নির্দেশনা দেন।

তিনি বলেন পবিত্র রমজান মাসে রোযাদার ব্যাক্তিরা যেন ন্যায্যমূল্যে পণ্য সরবরাহ করতে পারেন সেদিক লক্ষ্য রেখে সকলে নিজেদের ব্যাবসা বাণিজ্য পরিচালনা করবেন। তিনি জানান বরাবরের ন্যায় প্রতিদিন বাজার তদারকি করতে চেম্বারের সদস্যরা সদা সচেতন রয়েছে।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মসিউল করিম বাবু, চেম্বার পরিচালক আব্দুল বারেক, পরিচালক নাজিম উদ্দিন, সাবেক পরিচালক এম কুরাইশি মিল্লু শহিদুল ইসলাম, বাহারাম আলী প্রমূখ।

এফএ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর