[email protected] ঢাকা | শনিবার, ১৭ই মে ২০২৫, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩২
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
১১ ফেব্রুয়ারী ২০২৪, ২২:৫৯

প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় তোবজুল হক তজু নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। রবিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরের দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের মহিপুর বাজারে ট্রাক্টর সাথে আঘাত লেগে তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মিন্টু রহমান।

নিহত তোবজুল হকের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের স্বর্জন এলাকায়।

চাঁপাইনববাগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মিন্টু রহমান মুঠোফোনে জানান, ঘটনাস্থল ট্রাক্টর জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। ট্রাক্টর চালক পলাতক রয়েছেন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্তসাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এমএএ/আআ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর