[email protected] ঢাকা | শনিবার, ১৫ই মার্চ ২০২৫, ১লা চৈত্র ১৪৩১
thecitybank.com

নবাগত নির্বাহী অফিসারের সাথে

গোমস্তাপুরে পরিচিতিমূলক মতবিনিময় সভা

মোঃ সামিরুল ইসলাম, গোমস্তাপুর উপজেলা প্রতিনিধি:

প্রকাশিত:
১৩ নভেম্বার ২০২৩, ১৬:৩৬

পরিচিতিমূলক মতবিনিময় সভায় নবাগত ইউএনও নিশাত আনজুমসহ অনান্য অতিথিবৃন্দ। ছবি: চাঁপাই জার্নাল

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আগত নবাগত নির্বাহী অফিসার জনাব নিশাত আনজুম আনন্যার সাথে পরিচিতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গোমস্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে, সোমবার( ১৩ নভেম্বর) সকাল সাড়ে টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই পরিচিতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন,গোমস্তাপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা, জন প্রতিনিধি/ প্রবীণ রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, সুশীল সমাজের প্রতিনিধিগণ, শিক্ষক বৃন্দ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।

সভায় নির্বাহী নবাগত অফিসার জনাব নিশাত আনজুম আনন্যা গোমস্তাপুর উপজেলাকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত করতে নিজ নিজ অবস্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সেই সাথে গোমস্তাপুর উপজেলাকে সামনের দিকে এগিয়ে নিতে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে সব কাজ চালিয়ে যাওয়ার জন্য সকলকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর