[email protected] ঢাকা | শনিবার, ১৫ই মার্চ ২০২৫, ১লা চৈত্র ১৪৩১
thecitybank.com

নিরাপদ সড়ক দিবসে, চাঁপাইনবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় ঝরল আরেকটি প্রাণ

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
২২ অক্টোবার ২০২৩, ২১:২২

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ শহরের শান্তিমোড়ে  ট্রাকের চাপায়  এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রোববার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে  চাঁপাইনবাবগঞ্জ- সোনামসজিদ সড়কের  শান্তিমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটর সাইকেল আরোহীর নাম শামসুজ্জামান (৫৬)।  তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৪নং ওয়ার্ডের চৌহদ্দীটোলা গ্রামের বাসিন্দা। 

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান, শান্তির  মোড়ে পশ্চিম পাশে মোটরসাইকেল আরোহী শামসুজ্জামানে ট্রাক পিছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শামসুজ্জামান মৃত্যুবরণ করেন। ঘাতক ট্রাক ও চালক  ঘটনাস্থল থেকে থেকে পালিয়ে যায়। এরপরে সদর উপজেলার বারোঘরিয়া থেকে  চালকসহ ট্রাকটি আটক করা হয়।  

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

অপরদিকে জেলা প্রশাসনের আয়োজনে  “আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি, স্লোগানে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। সকালে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ চাঁপাইনবাবগঞ্জ সার্কেল।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর