[email protected] ঢাকা | শনিবার, ১৫ই মার্চ ২০২৫, ১লা চৈত্র ১৪৩১
thecitybank.com

ছাইদুল হাসানের দায়িত্ব গ্রহণ, আব্দুল রাকিবের বিদায়

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
৭ জুলাই ২০২৩, ০৩:৪৬

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে নতুন পুলিশ সুপার মো. ছাইদুল হাসান পিপিএম (সেবা) দায়িত্বভার গ্রহণ করেছেন। গত বুধবার বিদায়ী পুলিশ সুপার এএইচএম আবদুর রকিবের কাছ থেকে তিনি দায়িত্ব গ্রহণ করেন।


এর আগে নবাগত পুলিশ সুপার মো. ছাইদুল হাসান রাজশাহী বিমানবন্দরে উপস্থিত হলে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের পক্ষ হতে তাকে অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।


পরে নবাগত পুলিশ সুপার পুলিশ সুপার কার্যালয়ে উপস্থিত হয়ে বিদায়ী এএইচএম আবদুর রকিব বিপিএএ, বিপিএম, পিপিএম (বার) এর কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন।


এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।


এছাড়া পুলিশ সুপার মো. ছাইদুল হাসান বলেন, “আমি এই জেলার মানুষের সেবা করতে এসেছি।”


এদিকে গত বুধবার বিকেলে পুলিশের চিরায়ত নিয়মে ফুলে ফুলে সুসজ্জিত গাড়িতে বিদায় জানানো হয় বিদায়ী পুলিশ সুপার এএইচএম আবদুর রকিবকে। জেলা পুলিশ লাইনসে তাকে বিদায় জানানো হয়।


বিদায়ী পুলিশ সুপারের সম্মানে প্রথম পর্বে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন করা হয়। পরবর্তীতে ২য় পর্বে বিশেষ কল্যাণ সভা ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনেকে স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।


বিদায় সংবর্ধনা অনুষ্ঠান শেষে বিভিন্ন ফুল দ্বারা সুশোভিত ও সুসজ্জিত গাড়িতে পুলিশ সুপার আবদুর রকিবকে বিদায় জানানো হয়। পুলিশ সদস্যরা সুসজ্জিত গাড়িটি রশি দিয়ে টেনে পুলিশ লাইনসের বাইরে নিয়ে আসেন।


এসময় জেলা পুলিশ সদস্যদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় এবং বেশিরভাগ পুলিশ সদস্য অশ্রুসজল হয়ে পড়েন।


উল্লেখ্য, এএইচএম আবদুর রকিবকে কুষ্টিয়া জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর