সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জেও মহানবী (সা:) এবং উনার স্ত্রী হযরত আয়েশা (রা:) কে অবমাননাকরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ এর এতিহ্যবাহী দুই প্রতিষ্ঠান চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট এবং হরিমোহন স্কুল এই কর্মসূচীতে অংশগ্রহণ করেছে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ জেলার হট স্পট কানসাটেও বিক্ষোভ মিছিল লক্ষ্য করা যায়।
বাংলাদেশ একটি মুসলিম প্রধান রাষ্ট্র। আমরা প্রায় লক্ষ করি ইসলামের ব্যাপারে বিচ্যুতি ঘটলে মূলত আলেম সমাজ থেকে বিক্ষোভ কর্মসূচির ডাক আসে কিন্তু এবার আলেম সমাজ নানা কারণে কোনঠাসা এবং চুপ থাকার করণে সাধারণ জনমনে হতাশার চিহ্ন দেখা গিয়েছিল। সেই হতাশাকে মিটিয়ে সারাদেশে সাধারণ ছাত্ররা আশার বাণী ফুটিয়ে তুলেছে।
ইসলামে একটি বাক্য ছিলো এমন যে, যদি তোমরা দায়িত্ব পালন না করো তাহলে তোমাদের বিপরীতে আরেকটি দলকে সেখানে প্রতিষ্ঠিত করে দেবো। কয়েকদিন থেকে স্কুল, কলেজ (জেনারেল লাইন) স্টুডেন্ট এর ভূমিকা দেখে উক্ত বাক্যটা বার বার মনে পড়ে যাচ্ছে।
এছাড়া চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জনাব হারুনুর রশিদ সংসদে এই বিষয়ে আলোচনা তুলেছেন। তিনি বলেছেন যে, সংসদে মহানবী (সা:) অবমাননার বিষয়ে বিল পাশ করতে এবং ভারতীয় হাইকমিশনারকে ডেকে নিন্দা জানাতে।
আমরা মনে করি, সারাবিশ্বের ন্যায় বাংলাদেশ সরকারও এই বিষয়ে বিশদ ভাবে ব্যাবস্থা নিবেন এবং আমদের মহানবী (সা:) কে অবমাননার ব্যাপারে পদক্ষেপ নিবেন।
এছাড়া সারাদেশে আশা জাগানিয়া যে ইসলামের বাণী বুলন্দভাবে জেগে উঠেছে তা এইভাবে অব্যাহত থাকবে সেই আশা ব্যাক্ত করি।
মন্তব্য করুন: