[email protected] ঢাকা | মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১০ই ভাদ্র ১৪৩২
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জে দেশ মেডিকেল সেন্টারের যাত্রা শুরু

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
১ জুন ২০২৫, ২১:৪১

দেশ মেডিকেল সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিবৃন্দ। ছবি: চাঁপাই জার্নাল

চাঁপাইনবাবগঞ্জ শহরের চাষি বাজারে দেশ মেডিকেল সেন্টার নামের একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (০১ জুন) বিকেলে নিজস্ব ভবনে স্বল্প মূল্যে আন্তরিক সেবার অঙ্গিকার এই স্লোগানকে ধারণ করে দেশ মেডিকেল সেন্টারের যাত্রা শুরু হয়।

এই সময় চাঁপাইনবাবগঞ্জ সিটি কলেজের অধ্যক্ষ তরিকুল আলম সিদ্দিকী নয়নের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা আবু জার গিফারি, সেক্রেটারি অধ্যাপক আবু বকর, রাজশাহী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের চিকিৎসক ডা. জাহাঙ্গীর আলমসহ আরোও অনেকে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, চাঁপাইনবাবগঞ্জের মানুষের জন্য ভালো মানের হাসপাতাল খুবই জরুরী। আমরা আশা করি সরকারী বিধি বিধান মেনে স্বল্প মূল্যে ভালো মানের স্বাস্থ্য সেবা মানুষের দোড়গোড়ায় পৌছে দেবে দেশ মেডিকেল সেন্টার। এছাড়া এতিম, গরীব ও কুরআনের হাফেজদের স্পেশাল ছাড় দিয়ে স্বাস্থ্য সেবা দেওয়ার অনুরোধ জানান বক্তারা।

এছাড়াও হাসপাতালের বিভিন্ন শেয়ার হোল্ডার সদস্যগন ছাড়াও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এমএএ/আআ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর