[email protected] ঢাকা | মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১১ই ভাদ্র ১৪৩২
thecitybank.com

ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১৮ মে ২০২৫, ০৯:২৫

প্রতিকী ছবি

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এসময়ে ডেঙ্গু আক্রান্ত ৭৯ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (১৭ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৪০, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৪ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ছয়জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) তিনজন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) নয়জন, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ছয়জন, সিলেট বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) একজন রয়েছেন।

২৪ ঘণ্টায় ৭০ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত মোট তিন হাজার ৬৬ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

চলতি বছরের এখন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন দুই হাজার ৩৬৬ জন। আর চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২২ জনের।

ডেস্ক/আআ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর