[email protected] ঢাকা | শুক্রবার, ১৪ই মার্চ ২০২৫, ৩০শে ফাল্গুন ১৪৩১
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালে বিশ্ব গ্লুকোমা সপ্তাহ উদযাপন

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
১২ মার্চ ২০২৫, ২২:৪১

বিশ্ব গ্লুকোমা সপ্তাহে অতিথিবৃন্দ। ছবি: চাঁপাই জার্নাল

প্রতি বছরের মত এবারও বিশ্ব গ্লুকোমা সপ্তাহ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ মার্চ) চাঁপাইনবাবগঞ্জ শহরে অবস্থিত চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের প্রশাসনিক ভবনে এই বিশ্ব গ্লুকোমা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রশাসনিক কর্মকর্তা ইউসুফ আলীর সঞ্চলনায় ও বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার চেয়ারম্যান  প্রকৌশলী এ.কে.এম খাদেমুল ইসলামের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার ভাইস চেয়ারম্যান ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক মো: আব্দুল হাকিম, যুগ্ন সাধারন সম্পাদক মো: রবিউল ইসলাম, কোষাধক্ষ্য ইকবাল হোসেন, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল খালিদ এবং নির্বাহী সদস্য আব্দুল হান্নান ও বাদল আলী।

এই সময় বক্তারা বলেন, গ্লুকোমা চোখের নিরব ঘাতক। তাই সবাইকে এই বিষয়ে সর্তক থাকতে হবে।

প্রতিনিধি/আআ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর