প্রকাশিত:
১০ নভেম্বার ২০২৪, ১১:৩৯
ন্যাশনাল ডক্টরস ফোরাম চাঁপাইনবাবগঞ্জ শাখার উদ্যোগে ''চিকিৎসা বিজ্ঞানে কৃত্রিম বুদ্ধিমত্তা ও একজন ডাক্তারের দৈনিক অনুশীলনে চিকিৎসা নৈতিকতা" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (০৮ নভেম্বর) রাতে চাঁপাইনবাবগঞ্জ শহরের আলাউদ্দিন চাইনিজ রেস্টুরেন্টে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
ন্যাশনাল ডক্টরস ফোরাম চাঁপাইনবাবগঞ্জ শাখার সভাপতি ডা. এ.কে.এম মহিউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. মো. আব্দুস সামাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল।
এছাড়া বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল ডক্টরস ফোরামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী ও আদ দ্বীন হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, জেলা জামায়াতের আমির মাও. আবুজার গিফারী, চাঁপাইনবাবগঞ্জ জেলা ড্যাব এর সভাপতি ও বৈষম্য বিরোধী চিকিৎসক সমাজ এর আহ্বায়ক ডাঃ ময়েজ উদ্দিন, ড্যাবের সদস্য সচিব ডাঃ নাসির উদ্দিন, জেলার সিনিয়র চিকিৎসক চক্ষু বিশেষজ্ঞ ডাঃ রবিউল ইসলাম, হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ ওমর ফারুকসহ জেলার বিভিন্ন পর্যায়ের সিনিয়র ও জুনিয়র চিকিৎসক বৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে চিকিৎসা বিজ্ঞানে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে বক্তব্য রাখেন, রাজশাহী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. এম মোরশেদ জামান মিয়া এবং একজন ডাক্তারের দৈনিক অনুশীলনে চিকিৎসা নৈতিকতা বিষয়ে বক্তব্য রাখেন ডা. এ.এস.এম আবদুল্লাহ।
আআ
মন্তব্য করুন: