[email protected] ঢাকা | শনিবার, ১৫ই মার্চ ২০২৫, ১লা চৈত্র ১৪৩১
thecitybank.com

২৪ ঘণ্টায় চাঁপাইনবাবগঞ্জে আরোও ৪ জন আক্রান্ত, হাসপাতালে ভর্তি ১০

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
২৬ অক্টোবার ২০২৪, ২৩:৩৭

প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জে গত শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার (২৬ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত নতুন করে আরো ৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪৪ জনে।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, নতুন করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। বর্তমানে ভর্তি আছে ১০ জন রোগী।

তারা ১০ জনই পুরুষ। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ২ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ৫ জন ভর্তি রয়েছেন। অন্যদিকে সুস্থ হওয়ায় ১ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে এবং ১ জনের অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


ডেঙ্গু বিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ এই তথ্য জানিয়েছেন।

আআ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর