[email protected] ঢাকা | সোমবার, ১৭ই মার্চ ২০২৫, ৩রা চৈত্র ১৪৩১
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইনের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
১ জুন ২০২৪, ১৬:৩৪

কর্মসূচির উদ্বোধন করছেন কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালক ও অতিরিক্ত সচিব মোহাম্মদ হাসান আরিফ। ছবি: চাঁপাই জার্নাল

সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জেও ভিটামিন এ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। শনিবার (০১ জাুন) সকাল সাড়ে ১০ টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে এ কর্মসূচির উদ্বোধন করেন কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালক ও অতিরিক্ত সচিব মোহাম্মদ হাসান আরিফ।

চাঁপাইনবাবগঞ্জের ৫টি উপজেলায় সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পযন্ত বিরতীহীনভাবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এ সময়ের মধ্যে ৬ থেকে ১১ মাস ও ১২ থেকে ৫৯ বয়সী ২ লাখ ২৮ হাজার ৮৮৫ জন শিশুকে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাজির আহমেদ, সিভিল সার্জন অফিসের ইপিআই ইন্সপেক্টর আমিরুল ইসলাম জীবন সহ অন্যান্যরা।

আশরাফ/আআ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর